দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নতুন বছরের প্রথম দিন মূল্য সূচকের উত্থানের মধ্যে লেনদেন শেষ হয়েছে। মূল্য সূচক বাড়ার পাশাপাশি এ দিন অধিকাংশ কোম্পানীর শেয়ারের দাম বেড়েছে। এ নিয়ে টানা চার কর্মদিবস উর্ধ্বমূখী থাকল ডিএসই।
বাজারের তথ্যমতে, ডিএসইতে আজ ৩৩৩ টি কোম্পানির ১১ কোটি ৫৬ লাখ ৯৫ হাজার ৩৯৭ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৩৭৪ কোটি ৩০ লাখ ৭৯ হাজার ১৫০ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৯.৮৯ পয়েন্ট বেড়ে ৬২৫৪.৪১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১.৬৭ পয়েন্ট কমে ২২৮১.৫৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.৭৫ পয়েন্ট বেড়ে ১৩৯১.৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৫ টির, কমেছে ১১০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮ টি কোম্পানির শেয়ার।
টাকার অংকে লেনদেনের শীর্ষে থাকা প্রধান ১০টি কোম্পানি হলো: লাফার্জ সুরমা সিমেন্ট, প্যারামাউন্ট টেক্সটাইল, বেক্সিমকো লিঃ, ইসলামী ব্যাংক লিঃ, ন্যাশনাল ব্যাংক লিঃ, ড্রাগন সুয়েটার, আলিফ ইন্ডাঃ, মার্কেন্টাইল ব্যাংক লিঃ, সিটি ব্যাংক লিঃ ও রূপালি ব্যাংক লিঃ।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:ড্রাগন সুয়েটার,এসইএমএল আইবিবিএল শরীয়াহ্ ফান্ড, সেন্ট্রাল ইন্সুঃ, বেক্সিমকো লিঃ, ইনটেক অনলাইন, প্যারামাউন্ট টেক্সটাইল, সেন্ট্রাল ফার্মা, রূপালি লাইফ ইন্সুঃ, শেফাড ইন্ডাঃ ও সিভিও পিআরএল।-বাসস