আফ্রিকান জঙ্গি গোষ্ঠী বোকো হারামের বিপক্ষে অভিযান করে কমপক্ষে এক হাজার জঙ্গি নিহত করেছে চাদের সেনাবাহিনী। গত ৩১ মার্চ থেকে শুরু হওয়া এই অভিযানে ৫২ সেনা সদস্য নিহত হয়েছেন বলেও চাদ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
চাদ সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, চাদ হ্রদের সীমান্তবর্তী এলাকাগুলোতে থাকা জঙ্গিদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় জঙ্গিদের অস্ত্র সজ্জিত বেশ কিছু গাড়ি ধ্বংস করা হয়।
চাদ সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল আজেম বারমেনদোয়া আগৌনা বলেন, গত মাসে বোকা হারামের হামলায় ১০০ সেনা নিহত হওয়ার প্রতিশোধ নিতে এই সেনা অভিযান চালানো হয়।
বোকো হারাম নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলভিত্তিক জঙ্গি সংগঠন । সংগঠনটি আল-কায়েদার মতো পশ্চিমা শিক্ষা-সংস্কৃতির বিরুদ্ধে। তারা আফ্রিকায় হত্যা ও ধ্বংস তান্ডব চালাতো।