নিজেদের মাঠে ফিরতি লেগে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সেভিয়াকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে গত চারবারের চ্যাম্পিয়ান বর্সের্লোনা। দুই লেগ মিলিয়ে ৬-৩ গোলে এগিয়ে থেকে কোপা দেল রের সেমিফাইনালে উঠেছে বার্সেলোনা।
প্রথম লেগে সেভিয়ার মাঠে হেরে গিয়েছিল ২-০ গোলে। তবে প্রথম লেগে দলের সেরা তারকা লিওনেল মেসি ছিলেন না। ন্যু ক্যাম্পে বুধবার রাতে ফিরতি লেগে ফেরেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। দলের প্রথম গোলে অবদানও ছিল তারই। ১৩ মিনিটে বক্সের ভেতর মেসি ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সা।
মেসি নিজে অবশ্য পেনাল্টি নেননি, বল তুলে দেন ফিলিপে কুতিনহোর হাতে। ব্রাজিলিয়ান প্লে-মেকার পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেওয়ার পাশাপাশি নিজের আত্মবিশ্বাসও বাড়িয়ে নিয়েছেন। ৩১ মিনিটে বার্সার ব্যবধান দ্বিগুণ করেন ক্রোয়াট মিডফিল্ডার ইভান রাকিটিচ।
এর আগে সমতায় ফেরার ভালো একটি সুযোগ পেয়েছিল সেভিয়া। ২৪ মিনিটে সেভিয়ার রোকি মেসাকে বক্সের ভেতর জেরার্ড পিকে ফাউল করলে পেনাল্টি পায় অতিথিরা। তবে পেনাল্টি থেকে গোল করতে পারেননি এভার বানেগা। আর্জেন্টাইন মিডফিল্ডারের শট ঝাঁপিয়ে ঠেকান বার্সার ডাচ গোলরক্ষক ইয়াসপার সিলিসেন।
দ্বিতীয়ার্ধে গোল উৎসব করেছে বার্সা। ৫৩ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন কুতিনহো। পরের মিনিটে মেসির পাস থেকে স্কোরলাইন ৪-০ করে ফেলেন সার্জিও রবার্তো।
৬৭ মিনিটে সেভিয়ার আরনা লোপেস একটি গোল শোধ দিয়েছিলেন। কিন্তু ৮৯ মিনিটে লুইস সুয়ারেজ ও যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মেসির গোলে ৬-১ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।