সেমিতে যাওয়ার লড়াইয়ে রাতে মাঠে নামছে আর্জেন্টিনা। রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ভেনেজুয়েলা ম্যাচে আর্জেন্টিনা তাকিয়ে থাকবে মেসির দিকে। বার্সেলোনার ফরোয়ার্ডকে বিশ্বসেরা মানলেও সোতেলতো প্রত্যয়ী কণ্ঠে জানালেন ইতিহাস গড়ার লক্ষ্য।
“আমরা তাকে শ্রদ্ধা করি। অনেকের এবং আমার কাছেও সে বিশ্বসেরা। এবার আমরা তার বিপক্ষে খেলতে যাচ্ছি কিন্তু তাকে আমরা তাকে ওই দৃষ্টিতে দেখব না; বিস্মিত হতে যাচ্ছি না আমরা।”
“এটা খুবই ভালো একটা আবহ। আমাদের খুবই ভালো মানের খেলোয়াড় আছে। আমরা ইতিহাস গড়ার, দেশের মানুষকে আনন্দ দেওয়ার এবং ভেনেজুয়েলাতে কোপা আমেরিকার শিরোপা নিয়ে যাওয়ার লক্ষ্য স্থির করেছি।”
গত তিন দেখায় এগিয়ে ভেনেজুয়েলা। রাশিয়া বিশ্বকাপের বাছাইয়ের দুই পর্বে ড্রয়ে পর সর্বশেষ প্রীতি ম্যাচে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের ৩-১ গোলে হারায় তারা।