চলতি বিশ্বকাপের লিগপর্বের খেলা শেষ৷ ১০ দলের মধ্যে ৪টি দল সেমিফাইনালে জায়গা করে নিয়েছে৷ খেতাবের দৌড় থেকে ছিটকে গিয়েছে ৬টি দল৷ লিগের ৪৫টি ম্যাচে ভেঙেছে একাধিক রেকর্ড৷ তৈরি হয়েছে বেশ কিছু বিশ্বরেকর্ড৷ দু’টি সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে বাকি রয়েছে টুর্নামেন্টের তিনটি ম্যাচ৷
মঙ্গলবার ম্যাঞ্চেস্টারে প্রথম সেমিফাইনালে ভারত মুখোমুখি হবে নিউজিল্যান্ডের৷ বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে আয়োজক ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া৷ দুই সেমিফাইনালে জয়ী দল আগামী রবিবার লর্ডসে একে অপরের মুখোমুখি হবে খেতাবি লড়াইয়ে৷ এই তিনটি ম্যাচেও ভাঙতে পারে একাধিক রেকর্ড৷ অন্তত পাঁচটি বিশ্বকাপের সর্বাকালীন রেকর্ড নতুন করে লেখা হতে পারে শেষ তিনটি ম্যাচে৷ দেখে নেওয়া যাক সেই সম্ভাবনাগুলি…
ভারতীয় ওপেনার রোহিত শর্মার সামনে রয়েছে বিশ্বকাপের দু’টি সর্বকালীন রেকর্ড গড়ার হাতছানি৷ প্রথমত, সেমিফাইনালে এবং ফাইনালে উঠলে যে দু’টি ম্যাচ হাতে পাবেন রোহিত, তাতে একটি তিন অঙ্কের ইনিংস খেলা মানেই সচিনকে ছাপিয়ে বিশ্বকাপের ইতিহাসে সব থেকে শতরান করার রেকর্ড গড়বেন রোহিত৷ সচিন ও রোহিতের বিশ্বকাপ সেঞ্চুরির সংখ্যা এখন ৬টি করে৷ যুগ্মভাবে দু’জনে এই রেকর্ড ভাগ করে নিচ্ছেন৷ একটি সেঞ্চুরি করা মানেই এককভাবে মুকুট মাথায় পরবেন রোহিত৷
রোহিতের সামনে সুযোগ রয়েছে সচিনকে টপকে একটি বিশ্বকাপে সব থেকে রান সংগ্রহকারীতে পরিণত হওয়ার৷ ২০০৩ বিশ্বকাপে সচিন তেন্ডুলকর ৬৭৩ রান করেছিলেন৷ সেটিই এখনও পর্যন্ত রেকর্ড৷ চলতি বিশ্বকাপে রোহিতের সংগ্রহ ৬৪৭ রান৷ আর ২৭ রান করলেই রোহিত টপকে যাবেন সচিনের সেই রেকর্ড৷ রোহিত ছাড়াও ডেভিড ওয়ার্নার (৬৩৮), অ্যারন ফিঞ্চ (৫০৭), জো রুট (৫০০), কেন উইলিয়ামসন (৪৮১), জনি বেয়ারস্টো (৪৬২) এমনকি বিরাট কোহলির (৪৪১) সামনেও থাকছে সেই রেকর্ড ভাঙার সুযোগ৷
সেমিফাইনালে এবং ফাইনালে উঠলে যে দু’টি ম্যাচ হাতে পাবে অস্ট্রেলিয়া, তাতে মিচেল স্টার্ক আর একটি উইকেট পেলেই একটি বিশ্বকাপে সব থেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়বেন৷ তিনি এই মুহূর্তে প্রাক্তন অজি পেসার গ্লেন ম্যাকগ্রার সঙ্গে যুগ্মভাবে এই রেকর্ডের অধিকারী৷ ২০০৭ বিশ্বকাপে ম্যাকগ্রা নিয়েছিলেন ২৬টি উইকেট৷ স্টার্ক এবার লিগের লড়াই শেষে নিয়েছেন ২৬টি উইকেট৷ বুমরাহ (১৭), আর্চার (১৭) ও ফার্গুসনের (১৬) সামনেও থাকছে এই রেকর্ড গড়ার হাতছানি৷
চলতি বিশ্বকাপে সব থেকে বেশি ১১টি ক্যাচ নিয়েছেন জো রুট৷ উইকেটকিপার ছাড়া অন্য কোনও ফিল্ডারের একটি বিশ্বকাপে নেওয়া এটি যুগ্মভাবে সর্বোচ্চ ক্যাচ৷ ২০০৩ বিশ্বকাপে রিকি পন্টিং নিয়েছিলেন ১১টি ক্যাচ৷ আর ১টি ক্যাচ ধরলেই রুট এককভাবে এই রেকর্ড নিজের পকেটে পুরবেন৷
উিকেটকিপার হিসাবে একটি বিশ্বকাপে সব থেকে বেশি শিকারের রেকর্ড রয়েছে অ্যাডাম গিলক্রিস্টের নামে৷ ২০০৩ বিশ্বকাপে গিলি ২১টি শিকার ধরেছিলেন৷ এবার অ্যালেক্স ক্যারি ইতিমধ্যেই ২১টি শিকার ধরে সেই রেকর্ড ছুঁয়েছেন৷ আর একটি ক্যাচ ধরলে বা স্ট্যাম্প করলে ক্যারি একভাবে বিশ্বকাপে বিশ্বরেকর্ড গড়বেন৷