নারীবাদীদের কঠোর সমালোচনা সত্ত্বেও এখন পর্যন্ত চলতি বছরে বলিউডের সবচেয়ে সফল সিনেমা শহিদ কাপুরের ‘কবির সিং’। সেই সাথে বক্স অফিস সংগ্রহে ভিকি কুশলের ‘উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-কে পেছনে ফেলে হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ আয়ের তালিকায় দশম স্থানে উঠে এসেছে এ ছবি।
সন্দীপ রেড্ডি পরিচালিত এ সিনেমার নায়িকা ‘লাস্ট স্টোরিস’ খ্যাত কিয়ারা আদভানি। একই পরিচালকের তেলেগু হিট ‘অর্জুন রেড্ডি’র হিন্দি ভার্সন এ ছবি।
বৃহস্পতিবার (১১ জুলাই) চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটার বার্তায় জানিয়েছেন, ২০১৯ সালে সর্বোচ্চ আয় করা হিন্দি ছবি ‘কবির সিং’। ২৫০ কোটির মাইলফলক ছুঁতে আর খুব বেশি অপেক্ষা করতে হবে না। তারানের হিসাবে, শুক্রবার ৫.৪০ কোটি, শনিবার ৭.৫১ কোটি, রোববার ৯.৬১ কোটি, সোমবার ৪.২৫ কোটি, মঙ্গলবার ৩.২০ কোটি, বুধবার ৩.১১ কোটি; মোট : ২৪৬.২৮ কোটি রুপি (ইন্ডিয়া বিজ)। অন্যদিকে, ‘উরি’র সংগ্রহ ২৪৫ কোটি রুপি।