২০১৫ সালে খুন হন ১৮ বছরের তরুণী ব্রিটনি গারগল। কিন্তু কীভাবে তিনি প্রাণ হারান সে ব্যাপারে প্রথমে নিশ্চিত হতে পারেনি কানাডার পুলিশ। অবশেষে ফেসবুকে প্রকাশিত একটি সেলফির সূত্র ধরে খুনিকে পাওয়া গেছে।
ওই খুনের দায়ে মঙ্গলবার চেইনি রোজ অ্যানটনিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাকে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ২১ বছর বয়সী ওই তরুণী অবশ্য দাবী করেছেন তিনি ব্রিটনির বান্ধবী ছিলেন। ব্রিটনি যে রাতে মারা যান তিনি তার সঙ্গেই ছিলেন। তারা একসঙ্গে মদ্যপান করেছিলেন এবং ব্রিটনির সঙ্গে তর্ক-বিতর্কও হয়েছিল। কিন্তু তিনি ব্রিটনিকে শ্বাসরোধে/গলাটিপে হত্যা করেছেন কী না- তা তার মনে নেই।
ব্রিটনির সঙ্গে তোলা সেলফি ফেসবুকে আপলোড করায় ফেঁসে যান চেইনি। ব্রিটনির হত্যার কয়েকঘণ্টা আগেই তার সঙ্গে ওই সেলফি তোলেন চেইনি। সেলফি তোলার সময় চেইনি কোমরে যে বেল্টটি পরেছিলেন ব্রিটনির হত্যার সময় সেটি ব্যবহার করা হয়। আর সেই বেল্টের সূত্র ধরে খুনি চেইনিকে বের করে পুলিশ।