নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে চিকিৎসাধীন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন সোমবারের মধ্যেই কাজে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন।
শনিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র এ খবর নিশ্চিত করেছেন।
করোনায় আক্রান্ত হয়ে এপ্রিলের শুরুতে তিন রাত আইসিইউতে ছিলেন বরিস। সুস্থ হওয়ার পর এতদিন বিশ্রামে ছিলেন ৫৫ বছর বয়সী সরকার প্রধান।
পররাষ্ট্র মন্ত্রী ডমিনিক রাব এতদিন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার ডেপুটি হিসেবে জরুরি কাজগুলো চালিয়ে নিচ্ছিলেন।