ফের জরুরি অবস্থার মুখে দাঁড়িয়ে শ্রীলঙ্কা। সোমবার মধ্যরাত থেকে দ্বীপরাষ্ট্রে জারি হবে জরুরি অবস্থা। রবিবার ইস্টার সানডেতে ধারাবাহিক বিস্ফোরণে ২৯০ জন মানুষের মৃত্যু হয়। তারপর এই সিদ্ধান্ত।
এখনও অবধি কোনও সংগঠন ভয়াবহ এই হামলার দায় স্বীকার করেনি। তবে শ্রীলঙ্কা সরকার জানিয়েছেন এই হামলার পিছনে হাত রয়েছে কট্টর ইসলামিক সংগঠন এনটিজের। আন্তর্জাতিক কোনও সংগঠনের জড়িত থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি। ইতিমধ্যে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে কয়েকজন শ্রীলঙ্কার নাগরিক আছে। সোমবার এমনই দাবি করেন দেশটির মন্ত্রী রাজিতা সেনারত্নে।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈথিপালা সিরিসেনা তিন বিচারপতিকে নিয়ে একটি তদন্ত কমিটি তৈরির নির্দেশ দেন। বিস্ফোরণের তদন্ত করে দু’সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছেন।