সৌদি আরবে গৃহকর্মী নিয়োগে নতুন বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। এতে, গৃহকর্মী ও নিয়োগকারী উভয়ের ওপরেই নতুন করে কিছু শর্তারোপ করা হয়েছে। আরব নিউজের খবরে বলা হয়, মঙ্গলবার দেশটির শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এ সংক্রান্ত নীতিমালা অনুমোদন করেছে।
এ নীতিমালা অনুযায়ী- একজন বিবাহিত সৌদি নাগরিক যদি গৃহকর্মী নিয়োগ করতে চান, তাহলে তাকে কমপক্ষে ৩৫ হাজার সৌদি রিয়াল ব্যাংক অ্যাকাউন্টে দেখাতে হবে। আর গৃহকর্মী বা গাড়িচালক নিয়োগ দেয়ার ক্ষেত্রে তার মাসিক বেতন কমপক্ষে ১০ হাজার সৌদি রিয়াল হতে হবে। সৌদি শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, মন্ত্রণালয় বিদেশি গৃহকর্মীদের ভিসা দেয়ার ক্ষেত্রে আবেদনকারীর আর্থিক অবস্থা যাচাই করে তা অনুমোদন বা বাতিল করতে পারবে। গৃহকর্মী ও ভিসা আবেদনকারীর মধ্যে যদি ১৮ মাস বা তার বেশি সময়ের চুক্তি হয়, তবেই মিলবে অতিরিক্ত ভিসা। সেটিও সংখ্যায় দুইয়ের বেশি না।
অন্যদিকে, একজন বিবাহিত সৌদি নাগরিক সর্বোচ্চ তিন জনের ভিসার জন্য আবেদন করতে পারবেন। কি কি কাজের জন্য গৃহকর্মী নেয়া যাবে সেটিও নির্দিষ্ট করে দিয়েছে মন্ত্রণালয়। ব্যক্তিগত গাড়িচালক, শিশুর সেবাকর্মী, রাঁধুনী, ওয়েটার ও নার্স হিসেবে গৃহকর্মী নিয়োগ দেয়া যাবে। আর অবিবাহিত ব্যক্তি একজনের অধিক গৃহকর্মী নিয়োগ করতে পারবেন না।