ডিএমপি নিউজঃ সৌদি আরবে যেসব নাগরিক কোভিড-১৯ প্রতিরোধী টিকা নিয়েছেন তারা আগামী ১৭ মে থেকে বিদেশ সফরে যেতে পারবেন।
দেশটির সরকার টিকা নেয়া নাগরিকদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। গত এক বছরেরও বেশি সময় ধরে সৌদি নাগরিকদের ওপর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল।
মন্ত্রণালয় জানায়, তিন ধরনের লোককে টিকা গ্রহণকারী হিসেবে বিবেচনা করা হবে। তারা হলেন,যারা করোনা টিকার দুটি ডোজই নিয়েছেন, যারা ভ্রমণের ১৪ দিন আগে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন এবং বিগত ছয় মাসের মধ্যে যারা করোনা সংক্রমণ থেকে সেরে উঠেছেন।
মন্ত্রণালয় আরো জানায়, সৌদিতে ১৮ বছরের কম বয়সীদের টিকা দেয়া হচ্ছে না। কিন্তু তারাও ১৭ মে থেকে ভ্রমণ করতে পারবে। কারণ তাদের রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদিত বীমা পলিসি। এদিকে সৌদি আরব তার স্থল, সমুদ্র ও আকাশ পথও পুনরায় খুলে দেবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ৩ কোটি ৪০ লাখ জনসংখ্যার মধ্যে এ পর্যন্ত ৯০ লাখেরও বেশি লোককে টিকা দেয়া হয়েছে। সৌদিতে এ পর্যন্ত ৪ লাখ ১৯ হাজার লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে প্রায় ৭ হাজার লোক।