সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত জোটের বিমান হামলায় ইয়েমেনের হুদাইদা শহরে অন্তত ১৭ জনের প্রাণহানি ঘটেছে। হুতি যোদ্ধাদের লক্ষ্য করে চালানো এ হামলায় নিহতদের মধ্যে একই পরিবারের আট সদস্য রয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।
শিয়া সংখ্যাগরিষ্ঠ হুতি গোষ্ঠী পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ইউসুফ আল-হাদারি জানান, শনিবার হুদাইদা শহরের জাবাল রাস নামক জায়গায় হামলা চালানো হয়। এ হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে অ্যাসোসিয়েট প্রেসকে জানান তিনি।
২০১৫ সালে ইয়েমেন যুদ্ধে জড়ায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত জোট। ইরানের সমর্থনপুষ্ট হুতি শিয়া গোষ্ঠী ক্ষমতায় এলে তাদের দমনে এ পর্যন্ত জোটের পক্ষ থেকে কয়েক হাজার হামলা চালনো হয়।
সৌদি জোটের হামলায় এ পর্যন্ত ১০ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক বলে জানা যায়।