সৌদি আরবের হিউম্যান রাইটস কমিশনে (এইচআরসি) ১৩ জন নারীকে নিয়োগ দিয়েছেন দেশটির বাদশা সালমান বিন আব্দুল আজিজ। এই নিয়োগের মাধ্যমে দেশটিতে নারীর ক্ষমতায়ন আরও ত্বরান্বিত হলো।
নতুন করে এই ১৩ জনের নিয়োগ পাওয়া মানে মানবাধিকার কমিশনের অর্ধেক পদই থাকবে নারীদের দখলে। বাকি ১৩ জন পুরুষ।
কমিশনের প্রধান ডাঃ আওয়াদ বিন সালেহ আল-আওয়াদ বাদশার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘এই সিদ্ধান্তের কারণে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি আরও সহজ হবে। দেশ যা অর্জন করতে চায়, সেটি পাওয়াও সহজ হবে।’
এই পদক্ষেপের জন্য তিনি কিং সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানান।
সৌদি আরবের বর্তমান রাজ প্রশাসন নারী উন্নয়নের জন্য কয়েক বছর ধরে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে। গত আগস্টে তাদের পুরুষদের আনুষ্ঠানিক অনুমতি ছাড়া ভ্রমণের অনুমতি দেয়া হয়। এর আগে দেশটির নারীদের বাড়ির পুরুষ অভিভাবকদের আলাদা অনুমতি লাগত। না হলে পাসপোর্টও মিলতো না।