সৌদি আরব-সহ আরব সাগরের তীরবর্তী অধিকাংশ দেশেই বাজপাখি পোষা অত্যন্ত জনপ্রিয় সংস্কৃতি। বাজপাখি নিয়ে খেলা দেখানো তো রয়েইছে, পেষ্যোকে নিয়ে ধনী সেখদের আদিখ্যেতা মাঝে মধ্যেই খবর হয়ে যায়। এমনই এক সেখ করে বসলেন এক আজব কাণ্ড। তাঁর বাড়িতে পোষা ৮০টি বাজপাখির জন্য কিনে ফেললেন বিমানের আশিটি টিকিট। এরকমই একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে ওইসব ছবি বেশ পুরনো বলেই জানা যাচ্ছে।
যে বিমান ওই ৮০টি বাজপাখি নিয়ে যাওয়া হয়েছিল সেই বিমানের পাইলটের কাছ থেকে ওই ছবিটি পেয়েছিলেন রেডিট লেনসো নামে এক ব্যক্তি। তিনিই ওই ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। লেনসো ওই ছবি পোস্ট করে লিখেছেন, ছবিটি পাঠিয়েছেন আমার ক্যাপ্টেন বন্ধু। সৌদি প্রিন্স তাঁর ৮০টি বাজপাখির জন্য কিনেছিলেন ৮০টি টিকিট।
এন ট্রাভেলের প্রতিবেদনে বলা হয়েছে ঘটনাটি ২০১৭ সালের। তাঁর প্রিয় পাখিগুলি যাতে আরামে ভ্রমণ করতে পারে তার জন্য সৌদি প্রিন্স ৮০টি সিট বুক করেছিলেন। ছবিতে দেখা যাচ্ছে বিমানের সিটে বসে রয়েছে পাখিগুলি। তাদের মাথায় আবার হুড লাগানো।
বিমানে চড়িয়ে এভাবে বাজ পাখি নিয়ে যাওয়া আশ্চর্য মনে হলেও মধ্যপ্রাচ্যে এই ধরনের ঘটনা অস্বাভাবিক নয়। সৌদি রাজপরিবারের লোকজনের বাজপাখি পোষা খুবই আম বিষয়। বাজপাখির শিকার এতটাই জনপ্রিয় যে ওইসব পাখি বিদেশেও য়ায়। তাদের আবার পাসপোর্টও রয়েছে। কাতার এয়ারওয়েজে সর্বোচ্চ ৬টি বাজপাখি নেওয়ার অনুমতি দেওয়া হয়। ইত্তেহাদ এয়ারওয়েজে মূল কেবিনেও বাজপাখি নিতে দেওয়া হয়।–জি নিউজ