সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেন হুথি বিদ্রোহীরা। তবে সেই ক্ষেপণাস্ত্র আকাশেই বিধ্বস্ত করা হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম।
হুথি বিদ্রোহীদের আল মাসিরাহ টিভি জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি আল ইয়ামামা প্রাসাদকে লক্ষ্য করে হয়েছিল যেখানে সৌদি নেতারা বৈঠক করছিলেন। এই প্রাসাদ সৌদি বাদশাহর প্রধান কার্যালয় এবং রাজদরবার। কিছুক্ষণ পরে সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, রাজধানী রিয়াদের দক্ষিণে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করা হয়।
গত মাসে একটি ক্ষেপণাস্ত্র প্রায় রিয়াদের বিমানবন্দরে আঘাত হেনেছিল। সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি হুথিদের এই ক্ষেপণাস্ত্র ইরান সরবরাহ করেছে। ইরান হুথিদের কোনো ধরণের অস্ত্র সরবরাহের কথা অস্বীকার করেছে। আল মাসিরাহর ওয়েবসাইটে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় ইয়েমেনে সৌদি জোটের আগ্রাসনের জবাবে বুরকান-২ ক্ষেপণাস্ত্রটি রিয়াদের লক্ষ্যে উৎক্ষেপণ করা হয়।