সৌদি রাজপরিবারে হানা দিয়েছে করোনাভাইরাস। ইতিমধ্যে সৌদি রাজপরিবারের ১৫০ জনের অধিক সদস্য আক্রান্ত হয়েছেন।
দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। সেই তালিকায় এবার যুক্ত হয়েছে রাজ পরিবারও। এমনই প্রতিবেদন প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস।
রাজপরিবারের এসব সদস্যদের চিকিৎসায় নিয়োজিত হাসপাতালে ৫০০ শয্যা প্রস্তুত করা হচ্ছে। বুধবার রাতে এ বিষয়ে ভিআইপিদের চিকিৎসার জন্যে বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে। কিং ফাহাদ স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষ ওই বার্তায় সব জ্যেষ্ঠ চিকিৎসকদের সতর্ক থাকতে বলা হয়েছে।
এদিকে করোনা আতঙ্কে ৮৪ বছর বয়সী সৌদি বাদশাহ সালমান জেদ্দা শহরের কাছে এক দ্বীপে নিজেকে আইসোলেশনে রেখেছেন। পাশাপাশি, তার ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমান (৩৪) একই উপকূলে এক দূর্গম স্থানে নিজ মন্ত্রীদের সাথে অবস্থান করছেন।
সৌদি আরবে এ পর্যন্ত ৩ হাজার ২১১ জন করোনায় আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছে ৪১ জন। সেরে উঠেছে ৬৩১ জন।