রাজধানীর উত্তরা থেকে সৌদি রিয়ালের জাল নোটসহ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে উত্তরা-পশ্চিম থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ নাছির উদ্দিন মন্ডল (৩৬), ২। মোঃ শহিদুল ইসলাম (৩৩) ও ৩। মোঃ ইব্রাহীম আলী (২৫)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২৫টি ১০০ সৌদি রিয়াল ও ২০টি ৫০০ সৌদি রিয়ালের জাল নোট এবং জাল নোট লেনদেনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
শনিবার (৯ নভেম্বর ২০২৪ খ্রি.) দুপুর ১:৩০ ঘটিকায় উত্তরা ০৩নং সেক্টরের ০৭নং রোডের লতিফ এম্পোরিয়াম মার্কেটের নোভা মানি এক্সচেঞ্জ লিমিটেড থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
উত্তরা-পশ্চিম থানা সূত্রে জানা যায়, গতকাল শনিবার (৯ নভেম্বর ২০২৪ খ্রি.) সকাল আনুমানিক ১১:০০ ঘটিকায় উল্লিখিত গ্রেফতারকৃতরা নোভা মানি এক্সচেঞ্জে আসে এবং সৌদি আরবের রিয়ালের মূল্য সম্পর্কে জানতে চায়। মূল্য শুনে গ্রেফতারকৃতরা তাদের কাছে থাকা সৌদি রিয়াল বিক্রি করতে আগ্রহ প্রকাশ করে। তারা ২৫টি ১০০ সৌদি রিয়াল ও ২০টি ৫০০ সৌদি রিয়ালের নোট এক্সচেঞ্জ করার জন্য দেয়। কিন্তু সৌদি রিয়ালের নোটগুলো নিয়ে সন্দেহ হলে নোভা মানি এক্সচেঞ্জ কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি অবহিত করে। সংবাদ পেয়ে উত্তরা-পশ্চিম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল থেকে জাল নোটসহ উল্লিখিত তিন প্রতারককে গ্রেফতার করে। এ সময় সৌদি রিয়ালের জাল নোট লেনদেনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে থানা পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃতরা সৌদি রিয়ালের জাল নোটগুলো গাজীপুর থেকে সংগ্রহ করেছে। তারা জাল নোটগুলো লেনদেনের জন্য তাদের হেফাজতে রেখেছিলো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরা-পশ্চিম থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।