ডিএমপি নিউজ: স্কাই টেলিভিশনের সাংবাদিক পরিচয়ের পাশাপাশি ইয়াবা বিক্রি ও দখলে রাখার অভিযোগে মোঃ শফি(৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ।
ডেমরা থানার অফিসার ইনচার্জ মোঃ ছিদ্দিকুর রহমান ডিএমপি নিউজকে জানান, ১৩ মার্চ, ২০২০ রাত সোয়া এগারটায় মোঃ শফিকে ডেমরার ডগাইর পশ্চিম পাড়ার এফএসএফ ফুটওয়ার জুতার ফ্যাক্টরির সামনের রাস্তা হতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেওয়া ডেমরা থানার উপ-পুলিশ পরিদর্শক ডিএমপি নিউজকে বলেন, এ সময় তিনি নিজেকে স্কাই টেলিভিশনের সাংবাদিক হিসেবে পরিচয় দেন এবং আইডি কার্ড দেখান। যেখানে তিনি ওই প্রতিষ্ঠানে ক্রাইম রিপোর্টার হিসেবে কর্মরত।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত অব্যাহত আছে বলেন, এসআই মৃগাংক।