ডিএমপি নিউজঃ আগামী ৩০ মার্চ থেকে দেশের সব স্কুল-কলেজ খুলে দেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে আন্তঃমন্ত্রণালয় সভায় এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান আমরা ইনশাআল্লাহ আগামী মার্চ মাসের ৩০ তারিখে খুলে দেব।
তিনি আরও বলেন, আগেও যেভাবে বলেছি, হয়তো পর্যায়ক্রমে হবে। প্রথমে হয়তো প্রাথমিকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে দশম ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের প্রতিদিন আনব। আর বাকি শ্রেণীর শিক্ষার্থীরা হয়তো প্রথমে সপ্তাহে একদিন আসবে। তার কয়েকদিন পর থেকে সপ্তাহে দুদিন করে আসবে। পর্যায়ক্রমে আমরা স্বাভাবিকের দিকে নিয়ে যাব।
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েকধাপে বাড়িয়ে সর্বশেষ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছিল।