ডিএমপি নিউজঃ ছাত্র না হয়েও কাঁধে করে স্কুল ব্যাগ নিয়ে পার হতে চেয়েছিল পুলিশের তল্লাশি চৌকি। কিন্তু তার শারীরিক ভাষা ছাত্রের মত না হওয়ায় ধরা পড়ে গেল ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি) এর কাছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি ২০২২) সন্ধ্যা ০৭:২০ টায় আব্দুল্লাহপুর খন্দকার সিএনজি পাম্পের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে ডিএমপির উত্তরা পূর্ব থানার আকস্মিক চেকপোস্ট পার হচ্ছিলেন স্কুলব্যাগ কাঁধে এক যুবক। তখন পুলিশ তাকে থামার ইশারা করে। থামার সংকেত বুঝতে পেরে ভোঁ দৌড় দেয় ওই যুবক।
পুলিশও পিছু ছুটে গ্রেফতার করে মোঃ রুবেল হোসেন নামের ওই যুবককে। আর তার নিকট থাকা কপি রঙের একটি স্কুল ব্যাগ থেকে উদ্ধার করে এক কেজি গাঁজা।
উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ মুজাহিদুল ইসলাম ডিএমপি নিউজকে জানান, উত্তরা পূর্ব থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।