স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, স্ট্র্যাটেজিক প্লান ২০১৮-২০২০ সফলভাবে বাস্তবায়িত হলে পুলিশ জনগণকে সর্বোচ্চ সেবা প্রদান করতে পারবে। পুলিশের গৃহীত ‘কৌশলগত পরিকল্পনা’ আগামী তিন বছরে বাস্তবায়িত হলে পুলিশ আরও দক্ষ, গণমুখী ও শক্তিশালী হবে।
তিনি আজ রোববার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ আয়োজিত ‘কৌশলগত পরিকল্পনা ২০১৮-২০২০’ গৃহীত কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিন বছর মেয়াদি এ নতুন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে আইনের প্রয়োগ, সামাজিক শৃঙ্খলা, অপরাধ হ্রাস, জননিরাপত্তা বৃদ্ধিসহ পুলিশ বাহিনীকে আধুনিক সেবাধর্মী হিসেবে গড়ে তুলবে।
তিনি আরও বলেন, আমাদের পুলিশের সামর্থ্য কম থাকলেও সফলতা অনেক। সাধারণ মানুষসহ সব সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করেছে দেশের এ আইন-শৃঙ্খলা বাহিনী ।
নতুন এই পরিকল্পনাকে মিশন আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। অতীতে পুলিশ সন্ত্রাস ও জঙ্গি দমনসহ বিভিন্ন ক্ষেত্রে সক্ষমতার পরিচয় দিয়েছে। আশা করছি ঐকান্তিক চেষ্টায় আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো।
অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, সাধারণ মানুষের সেবা প্রদানের ক্ষেত্রে এই কৌশলগত পরিকল্পনা একটি পথ প্রদর্শক হিসেবে কাজ করবে।
তিনি বলেন, এই ‘স্ট্র্যাটেজিক প্লান ২০১৮-২০২০’ তৈরি করা হয়েছে বিগত ও বর্তমানের বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা করে। ফলে এটি বিভিন্ন সামাজিক সমস্যা যেমন- জঙ্গিবাদ, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে।
আইজিপি বলেন, এটি বাস্তবায়ন নিশ্চিত করতে মনিটরিং কমিটি গঠন করা হবে।
এ কে এম শহীদুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় পুলিশের অনেক ইউনিট বৃদ্ধি করা হয়েছে। জনবল ও পুলিশের সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশের অতিরিক্ত আইজিপি (অপারেশন ও প্রশাসন) মোখলেসুর রহমান।
অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, কোস্টগার্ড ও বিজিবি মহাপরিচালকসহ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।-বাসস