বিগত ৩ সপ্তাহে এটাই সবচেয়ে ২৪ ঘন্টায় এটাই সবচেয়ে কম মৃত্যু। সংখ্যাটা ১২৫৮। করোনা পরিস্থিতিতে বিশ্বের প্রভাবশালী দেশ আমেরিকার অবস্থা দেখে শিউরে উঠতে বাধ্য হচ্ছে বিশ্বের বাকি দেশগুলি।
জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুসারে শুক্রবারে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ১ হাজার ২৫৮ জন মানুষের। আক্রান্ত হয়েছেন প্রচুর মানুষ। শুক্রবারের মৃতের সংখ্যার বিচারে মার্কিন যুক্তরাষ্ট্রে মোট মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৫১ হাজার।
আমেরিকার নিউইয়র্কের অবস্থা সবচেয়ে খারাপ। সেখানে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ১৫ হাজার ৭৪০ জনের, আক্রান্ত ২ লক্ষ ৬৩ হাজারের বেশি। নিউ জার্সিতে বর্তমানে আক্রান্তের সংখ্যা ৯৯ হাজার ৯৮৯ ও মৃত্যু হয়েছে ৫ হাজার ৩৬৮ জনের। ক্যালিফোর্নিয়া, ম্যাসচেস্টাস, পেনসিলভানিয়া, লিনিওস সর্বত্রই মৃতের সংখ্যা হাজারের বেশি। মিচিগানে মৃত্যু হয়েছে ৩ হাজারের বেশি।
মার্কিন যুক্তরাষ্ট্রে পরেই জরোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশের তালিকায় রয়েছে ইতালি। সেখানে মৃত্যু সংখ্যা ২৫ হাজার ছুঁয়ে ফেলেছে। এরপরেই তালিকায় রয়েছে স্পেন ও ফ্রান্সের নাম।
আমেরিকায় যে সব স্ট্রেট বেশি ক্ষতিগ্রস্ত সেই সব স্ট্রেটে অপরিহার্য সমস্ত ব্যবসাও বন্ধ করে দেওয়া হয়েছে৷ খুব প্রয়োজনীয় না-হলে মানুষকে বাড়ির অভ্যন্তরে থাকতে অনুরোধ করা হচ্ছে৷
অনেক চিকিৎসকদের দাবি, ইতালিতে মৃতের সংখ্যা আরও বেশি। তবে সেই তথ্য সামনে আসছে না কারণ, হাসপাতালের বাইরে করোনায় মৃত মানুষের সংখ্যা অজানা। তবে ধীরে ধীরে ইতালিতে কমছে আক্রান্তের সংখ্যা। প্রশাসনের পক্ষ থেকে কড়া নজর রাখা হচ্ছে, এরপরেই পরিস্থিতি অনুযায়ী লকডাউন আরও বাড়বে কিনা সেই সিদ্ধান্ত নেওয়া হবে।