জনগণ যাতে ঘরে বসেই সরকারি সেবা পায় সেজন্য ২০১৭ সালে ডিজিটাল সার্ভিস ডিজাইন ল্যাবের কার্যক্রম শুরু হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্প ও আইসিটি বিভাগ এই উদ্যোগ বাস্তবায়ন করছে। জনগণের জন্য সেবা সহজলভ্য করতে সব মন্ত্রণালয় ও বিভাগ ডিজিটাইজেশনের কাজ চলছে।
১৯ মন্ত্রণালয়ের সেবা ডিজিটাইজেশনের আওতায় আনার উদ্যোগের পর এবার যুক্ত হলো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ১৪টি সংস্থার ১২৮ সেবা। ৬ দিনের ডিজিটাল সার্ভিস ডিজাইন ল্যাবের কর্মশালা শেষে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, প্রকল্প বাস্তবায়ন হলে সরকারি সেবা পাওয়া অনেকটাই সহজ হবে।
শুক্রবার আগারগাঁওয়ে এলজিইডি ভবনে ডিজিটাল সার্ভিস ডিজাইন ল্যাব কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
ডিজিটাল সার্ভিস ডিজাইন ল্যাবের কর্মশালার সমাপনী অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, ২০২১ সালের মধ্যে সব মন্ত্রণালয়ের ২ হাজার আটশ সেবা ডিজিটাইজড হবে।
সব সেবা ডিজিটাইজড হলে দুর্নীতির সুযোগও কমে আসবে বলে মনে করেন আইসিটি প্রতিমন্ত্রী। খবর ইন্ডিপেন্ডেন্ট।