স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার নতুন কোচ হলেন ইতালিয়ান জেনারো গাত্তুসো। তিনি আগামী দুই মৌসুমের জন্য স্প্যানিশ ক্লাবটির দায়িত্ব পালন করবেন।
গাত্তুসো কিছুদিন আগে ভ্যালেন্সিয়ার বরখাস্তকৃত কোচ বোরডারলাসের স্থলাভিষিক্ত হবেন।
২০০৬ বিশ্বকাপ জয়ী ইতালিয়ান দলের সদস্য ছিলেন গাত্তুসো। ক্যারিয়ারে এসি মিলানের হয়ে দুটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছেন।