ডিএমপি নিউজ: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বেশ কিছু শর্তে যানবাহন ও দোকানপাট খোলার অনুমতি দিয়েছে সরকার। সরকারের নির্দেশনাসমূহ বাস্তবায়নে মাঠপ্রশাসনের সাথে কাজ করছে আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সরকার নির্দেশিত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় বুধবার (২৯ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানী জুড়ে অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।
এ সময় মতিঝিল বিভাগে ৪টি দোকানে ৫০,০০০ টাকা এবং রমনা বিভাগে ১৭ জন ব্যক্তিকে ২,১০০ টাকা ও ১টি দোকানে ১৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়াও ওয়ারী বিভাগে ৮ জন ব্যক্তিকে ২,৭০০ টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।
৫টি দোকান ও ২৫ জন ব্যক্তিকে মোট ৬৯ হাজার ৮০০ টাকা জরিমানা এবং ৩০টি মামলা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।
অপ্রয়োজনে রাস্তায় নয়। ঘরে থাকুন, সুস্থ থাকুন। মেনে চলুন সামাজিক দূরত্ব। আর হ্যাঁ, কোনও রকম উপসর্গ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।