ডিএমপি নিউজ: করোনা ভাইরাসের সংক্রমণরোধে বেশকিছু শর্তে যানবাহন ও দোকানপাট খোলার অনুমতি দিয়েছে সরকার। সরকারের নির্দেশনাসমূহ বাস্তবায়নে মাঠপ্রশাসনের সাথে কাজ করছে আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সরকার নির্দেশিত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় শুক্রবার (১৯ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানী জুড়ে অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।
এ সময় রমনা বিভাগে ৭ জন ব্যক্তি, ১০টি মোটরসাইকেল ও ১টি দোকানকে ১৫ হাজার ৯০০টাকা জরিমানা করা হয়। ওয়ারী বিভাগে ৩টি দোকান ও মাক্স ব্যবহার না করায় দুই ব্যক্তিকে ৭ হাজার ৭০০টাকা জরিমানা করা হয়েছে। মতিঝিল বিভাগে ৪টি দোকান ও মাক্স ব্যবহার না করায় এক ব্যক্তিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সর্বমোট ২৮টি মামলায় ৮টি দোকান, ১০ জন ব্যক্তি ও ১০টি মোটরসাইকেলকে মোট ২৯ হাজার ৬০০ টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।
অপ্রয়োজনে রাস্তায় নয়। ঘরে থাকুন, সুস্থ থাকুন। মেনে চলুন সামাজিক দূরত্ব। আর হ্যাঁ কোনও রকম উপসর্গ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।