ডিএমপি নিউজ: সরকার ঘোষিত সাধারণ ছুটি বেশ কয়েকদিন হলো শেষ হয়েছে। তবে করোনা ভাইরাসের সংক্রমণরোধে বেশকিছু শর্তে যানবাহন ও দোকানপাট খোলার অনুমতি দিয়েছে সরকার। সরকারের নির্দেশনাসমূহ বাস্তবায়নে মাঠপ্রশাসনের সাথে কাজ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সরকার নির্দেশিত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানী জুড়ে অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।
এ সময় তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানা এলাকায় ১টি বাসে এবং ৭টি দোকানে ৫০০০ টাকা, শিল্পাঞ্চল থানা এলাকায় ৪টি দোকানে ৩০,০০০ টাকা ও তেজগাঁও থানা এলাকায় ১০টি বাসে ২০০০ টাকা জরিমানা করা হয়। আর মিরপুর থানা এলাকায় ৫টি দোকানে জরিমানা করা হয়েছে ২৬০০০ টাকা ।
সর্বমোট ২৭টি মামলায় ১৬টি দোকান ও ১১টি বাসে ৬৩ হাজার টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমান আদালত।
অপ্রয়োজনে রাস্তায় নয়। ঘরে থাকুন, সুস্থ থাকুন। মেনে চলুন সামাজিক দূরত্ব। আর হ্যাঁ কোনও রকম উপসর্গ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।