টেলিফোন: স্মার্টফোনের দুনিয়ায় ঘরে ঘরে টেলিফোন আজ আর প্রায় নেই বললেই চলে।
অ্যালার্ম ক্লক: টেবিলে রাখা গোলাকার সেই ঘড়িটার কথা মনে আছে? ঘুমনোর আগে নির্দিষ্ট সময় সেট করে কান পেঁচিয়ে দিতেন যার। আর সে রোজ ঠিক সময়ে ঘুম ভাঙাতো আপনার! স্মার্টফোনের দৌলতে এই বস্তুটিও হারিয়েছি আমরা।
টর্চ: এক হাতে স্মার্টফোন থাকলে অন্য হাতে কি আর আলাদা করে ফ্লাশলাইট রাখার প্রয়োজন হয়?
ভিডিও গেম: বাচ্চা হোক বা বড়, হাতে স্মার্টফোন থাকা মানেই অবসর সময়ে অনেকেই বুঁদ হয়ে গেম খেলেন। কিন্তু যখন স্মার্টফোনের এত রমরমা ছিল না, তখন কি গেমের নেশা ছিল না? তখন আসলে গেম খেলার জন্য আলাদা ডিভাইস ছিল। গেম ডিভাইসকে পিছনে ফেলে অনেক এগিয়ে গিয়েছে স্মার্টফোন।
বই: স্মার্টফোন যদি সঙ্গে থাকে, কষ্ট করে বই নিয়ে ব্যাগ ভারী করবেনই বা কেন! ফোনেই পড়ে নেয় অনেকে।
কম্পিউটার: একটা কম্পিউটার যা পারে তার প্রায় সব কাজই সেরে নেওয়া যায় মুঠোফোনে। তাই খুব প্রয়োজন না হলে কম্পিউটারের সামনে আজ আর কেউ বসেন না।
রেডিও: এই যন্ত্রটিরও শোচনীয় অবস্থা। স্মার্টফোনেই রেডিও শুনে নেন রেডিও-প্রেমীরা।
আইপড/মিউজিক প্লেয়ার: একই ভাবে ইন্টারনেটের মাধ্যমে নিজের পছন্দমতো গান ডাউনলোড করে ফোনের মেমরি কার্ডে গান জমিয়ে রাখতে পারেন ব্যবহারকারীরা।
ক্যালকুলেটর: এটা অবশ্য শুধু স্মার্টফোনের ক্ষেত্রেই প্রযোজ্য নয়, সমস্ত মোবাইল ফোনেই ক্যালকুলেটর রয়েছে। যার জন্য আলাদা করে ক্যালকুলেটর কেনার আর প্রয়োজন হয় না।
অডিও রেকর্ডার: ভয়েস রেকর্ড করতে গেলে আগে হাতে রেকর্ডার নিয়ে ঘুরতে হত। এখন হাতে একটা স্মার্টফোন থাকলেই যথেষ্ট।