যতদিন যাচ্ছে তত অ্যাপল বনাম স্যামসং লড়াইটা জোরদার হচ্ছে৷ যদিও ২০১৭ র শেষে বিক্রির ক্ষেত্রে ১.৩ শতাংশ ঘাটতি হয়েছে অ্যাপলের, তবু বছরের শেষ কোয়ার্টারে স্যামসংকে টেক্কা দিল অ্যাপেল৷ IDC Worldwide Quarterly Mobile Phone Tracker অনুযায়ী ২০১৭ র শেষ তিন মাসে বিক্রির দিক দিয়ে স্যামসংকে মাত করে দিয়েছে অ্যাপল। তার জেরে ২০১৭ সালের সবচেয়ে বেশি বিক্রিত স্মার্টফোনের সম্মান পেতে চলেছে অ্যাপল।
২০১৭ র শেষ তিন মাসে অ্যাপলের স্মার্টফোন বিক্রির সংখ্যাটা ৭৭.৩ মিলিয়ন বা ৭ কোটি ৭৩ লাখ। যদিও ২০১৬ তে এই সময়ে অ্যাপলের স্মার্টফোন বিক্রি হয়েছিল প্রায় ৭ কোটি ৮৩ লাখ। অ্যাপলের বিক্রি বাড়ার কারণটাই হল আই ফোনের নতুন নতুন ভ্যারাইটি। আই ফোন ৮, এইট প্লাস, আই ফোন এক্স, একের পর এক নতুন মডেল বের করে বাজার মাত করেছে কোম্পানী। সেই সঙ্গে মনভুলানো ফিচার, আকর্ষণের কেন্দ্রে নিয়ে গেছে অ্যাপল স্মার্টফোনকে।
অন্যদিকে দক্ষিণ কোরিয়ার কোম্পানী স্যামসং ২০১৭ র শেষ তিন মাসে বেশ কিছুটা পিছিয়ে পরেছে অ্যাপলের চেয়ে। বছরের শেষ তিন মাসে ৪.৪ শতাংশ বিক্রি কমেছে স্যামসংয়ের। ২০১৬ তে শেষ তিন মাসে স্যামসংয়ের বিক্রি ছিল ৭৭.৫ মিলিয়ন ইউনিট বা ৭ কোটি ৭৫ লক্ষ মোবাইল। ২০১৭ তে এই সময়ে সেটা কমে দাঁড়িয়েছে ৭৪.১ মিলিয়ন ইউনিট বা ৭ কোটি ৪১ লক্ষ মোবাইল।
যদিও সব নিয়ে ২০১৭ র শেষ কোয়ার্টারে বিশ্ব জুড়েই কমেছে স্মার্টফোনের বিক্রি। সব মিলিয়ে ৬.৩ শতাংশ বিক্রি কমেছে স্মার্টফোনের। তবু, ২০১৭ তে অ্যাপলেরই জয়জয়কার।
২০১৮ র শুরুতেও অ্যাপলেরই দাপট বেড়েছে। আই ফোন ৮, এইট প্লাস, আই ফোন এক্সই নতুন বছরে বাজার মাত করছে। ২০১৮ র প্রথম তিন মাসে অ্যাপলই যে ফের এগিয়ে থাকতে চলেছে তা এখন পর্যন্ত বিক্রির হারে পরিস্কার। এইভাবে চলতে থাকলে ২০১৮ তেও স্মার্টফোন বিক্রিতে স্যামসংকে টেক্কা দেবে অ্যাপল তা আর বলার অপেক্ষা রাখে না।