নিউজিল্যান্ড ক্রিকেটে সবচেয়ে সম্মাজনক বর্ষসেরা অ্যাওয়ার্ডে ‘স্যার রিচার্ড হ্যাডলি মেডেল’ জিতলেন ডান-হাতি পেসার টিম সাউদি।
তিন দিন ব্যাপী নিউজিল্যান্ড ক্রিকেট অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে এই পেসারের নাম ঘোষণা করে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
প্রথমবারের মতো ‘স্যার রিচার্ড হ্যাডলি মেডেল’ জিততে পেরে আনন্দিত সাউদি। সাউদি বলেন, ‘এমন মর্যাদাপূর্ণ পুরষ্কার জেতা আমার জন্য অনেক সম্মানের। বেশিরভাগ ক্রিকেটারের মতো আমিও স্যার রিচার্ড হ্যাডলিকে দেখে বড় হয়েছি। তার সম্পর্কে সবকিছু জানতাম এবং এবার তার পুরষ্কার জেতা অবশ্যই আনন্দের।’
অ্যাওয়ার্ডে নিউজিল্যান্ডের ‘ইন্টারন্যাশনাল টেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার’ পুরষ্কার জিতেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। দারুন ব্যাটিং পারফরমেন্সের জন্য ‘রেডপ্যাথ কাপ’ অ্যাওয়ার্ডও জিতেছেন তিনি।
নিউজিল্যান্ডের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন বাঁ-হাতি পেসার ট্রেন্ট বোল্ট। তথ্যসূত্রঃঅনলাইন