দক্ষিণ এশিয়া উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা (সাসেক) সংযোগ স্থাপন কর্মসূচির আওতায় বাংলাদেশের জন্য ১২০ কোটি ডলার অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
ফিলিপাইনের ম্যানিলায় সংস্থাটির প্রধান কার্যালয়ের অনুষ্ঠিত বোর্ড অব ডিরেক্টরস সভায় এ ঋণ অনুমোদন দেয়া হয়। মঙ্গলবার এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সাসেক কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে উত্তরবঙ্গের সড়ক অবকাঠামো উন্নয়নে এ অর্থ ব্যয় করা হবে। এজন্য টাঙ্গাইলের এলঙ্গো থেকে হাটিকুমরুল হয়ে রংপুর পর্যন্ত ১৯০ কিলোমিটার সড়ক নির্মাণ প্রকল্প নেয়া হয়েছে। প্রকল্পের মোট ব্যয় ১৬৭ কোটি ডলার।
এর মধ্যে বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নের পরিমাণ ৪৭ কোটি ২৬ লাখ ডলার। বাকী ১২০ কোটি ডলারের জোগান দেবে এডিবি। একাধিক ধাপে এডিপি এই অর্থ ছাড় করবে। প্রথম ধাপে দেয়া হবে মোট ৩০ কোটি ডলার। এর মধ্যে রেগুলার লোন ২৫ কোটি ডলার এবং কনসেশনাল লোন (সহজ শর্তের ঋণ) ৫ কোটি ডলার। প্রকল্পের মেয়াদকাল অর্থাৎ আগামী ১০ বছরে (আগস্ট ২০২৭ পর্যন্ত) অনুমোদিত ঋণের পুরোটা পাওয়া যাবে।