ডিএমপি নিউজঃ রাজধানীর রেডিসন হোটেলের বিপরীত পার্শ্বে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুতে ক্যান্টনমেন্ট থানায় মামলা রুজু হয়েছে।
নিহত ছাত্রী দিয়া খানম মিম এর বাবা মোঃ জাহাঙ্গীর বাদী হয়ে ২৯ জুলাই, ২০১৮ তারিখ সন্ধ্যায় জাবালে নূর পরিবহনের ( ঢাকা মেট্রো- ব-১১-৯২৯৭) অজ্ঞাত চালকের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় এ মামলা দায়ের করেন।
উল্লেখ্য যে, ২৯ জুলাই দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে শহীদ রমিজ উদ্দিন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা রেডিসন হোটেলের বিপরীত পার্শ্বে জিল্লুর রহমান ফ্লাইওভারের ঢালে রাস্তার পাশে বাসের জন্য অপেক্ষা করছিল। হঠাৎ জাবালে নূর পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে তাদেরকে চাপা দেয়। ফলে দিয়া খানম মিম ও আব্দুল করিম রাজিবসহ কয়েকজন ছাত্র-ছাত্রী গুরুতর আহত হয়। আহতদের দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিম ও রাজিবকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরো বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
নিহত মিম শহীদ রমিজ উদ্দিন স্কুল এন্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী এবং নিহত রাজিব একই কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র ছিলেন। নিহত শিক্ষার্থী দুইজন সম্পর্কে খালাত ভাই-বোন।