ডিএমপি নিউজঃ রাজধানীর মিরপুরে বাসচাপায় নিহত রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার সরকারের পরিবারকে ১১ লক্ষ টাকা অনুদান দিলেন ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম।
আজ (২৪ জুলাই) ডিএমপি সদর দপ্তরে নিজ কার্যালয়ে নিহত উত্তম কুমার সরকারের পরিবারের হাতে এই অনুদানের টাকা তুলে দেন কমিশনার।
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর, ২০১৮ রবিবার বিকাল ০৪.০৫ টায় শাহ আলী থানার রাইনখোলায় সড়ক দুর্ঘটনায় নিহত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র রূপনগর থানার এসআই উত্তম কুমার সরকার। তিনি মোটর সাইকেলে যাওয়ার সময় ঈগল পরিবহনের একটি বাস পিছন দিক থেকে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। শাহ আলী থানা পুলিশ ঈগল পরিবহনের বাসসহ চালককে গ্রেফতার করে।
সাব ইন্সপেক্টর উত্তম কুমার সরকার ২০১২ সালে ৩৩তম এসআই ক্যাডেট হিসেবে পুলিশে যোগদান করেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী থানার পশ্চিম বেতডোবা গ্রামে। তার বাবার নাম ভজন কুমার সরকার। তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে মৃত্যুবরণ করেন।