কিরগিজস্তানের উপ-প্রধানমন্ত্রী তেমির ঝুমাকাদিরভ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। শনিবার মহাসড়কে ট্রাকের সঙ্গে তার গাড়ির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ কথা জানায়। খবরে বলা হয়, দেশটির উত্তরপ্রান্তের বিশকেক-কারা-বাল্টা মহাসড়কে স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। উপ-প্রধানমন্ত্রী ও তার সহকারী টয়োটা ল্যান্ডক্রুজারে করে যাচ্ছিলেন।
দুর্ঘটনায় গাড়ির চালক ও সহাকারীও প্রাণ হারিয়েছে। ট্রাক চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝুমাকাদিরভ (৩৮) চলতি বছর আগস্টে উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পান।