সড়ক দুর্ঘটনা প্রতিরোধকল্পে ঢাকা সিটি বাস চালক ও হেলপারদের নিয়ে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে ট্রাফিক উত্তর বিভাগ।
২৯ নভেম্বর, ২০১৮ বেলা সাড়ে বারটায় ট্রাফিক উত্তর বিভাগের সম্মেলন কক্ষে প্রায় ৮০ জন চালক ও হেলপারদের নিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত সচেতনতামূলক কর্মশালায় মটরযান আইন, সড়ক দুর্ঘটনার কারণ, মটরযান চালনার বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার প্রবীর কুমার রায় পিপিএম।
আলোচনা সভার প্রধান বক্তা ট্রাফিক উত্তর বিভাগের ডিসি শুধুমাত্র বাসস্টপেজে যাত্রী উঠানামা করানো, বাসস্টপেজ ছাড়া গাড়ীর দরজা না খোলা ও যাত্রীদের সাথে হেলপার এবং চালকদের কাঙ্খিত আচরণ করার জন্য অনুরোধ করেন।
তিনি আরো বলেন, মটরযান আইন সম্পর্কে চালক ও হেলপারদের সচেতন করার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।