ডিএমপি নিউজঃ সড়ক দূর্ঘটনা প্রতিরোধে ঢাকা সিটি বাস চালক ও হেলপারদেরকে সচেতন করার লক্ষ্যে ট্রাফিক উত্তর বিভাগের উদ্যোগে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
আজ ১৮ সেপ্টেম্বর, ২০১৮ মঙ্গলবার বেলা ১২টায় ট্রাফিক উত্তর বিভাগের সম্মেলন কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত সচেতনতামূলক অনুষ্ঠানে ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার প্রবীর কুমার রায় পিপিএম প্রধান অতিথির বক্তব্যে মটরযান আইন, সড়ক দূর্ঘটনার কারণ, মটরযান চালনার বিভিন্ন নিয়মকানুন, ট্রাফিক সাইন ও দূর্ঘটনা রোধকল্পে চালকদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
তিনি উক্ত সচেতনতামূলক অনুষ্ঠানে আরও বলেন, আপনারা শুধুমাত্র বাসস্টপেজ ছাড়া যাত্রী উঠানামা করবেন না, বাসস্টপেজ ছাড়া গাড়ির দরজা খুলবেন না এবং যাত্রীদের সাথে ভাল আচরণ করবেন।
উক্ত সচেতনতামূলক অনুষ্ঠানে ট্রাফিক উত্তর বিভাগের অতিঃ উপ-পুলিশ কমিশনার, পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং ঢাকা সিটি বাস চালক ও হেলপারসহ ৭০ জন উপস্থিত ছিলেন।