ডিএমপি নিউজ: নিরাপদ সড়ক, নিরাপদ চলাচল, নিরাপদ জীবন। এই লক্ষ্যেই ১লা নভেম্বর থেকে কার্যকর হয়েছে “সড়ক পরিবহন আইন-২০১৮”। এই আইনে কোন অপরাধে কী সাজা, রাস্তা চলাচলে করণীয় ইত্যাদি বিষয় নিয়ে বিশেষ সচেতনতামূলক প্রচারণা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এরই ধারাবাহিকতায় ১৭ নভেম্বর, ২০১৯ ট্রাফিক পূর্ব বিভাগের আওতাধীন যাত্রাবাড়ীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজে “সড়ক পরিবহন আইন-২০১৮” সম্পর্কে স্কুল কলেজের শিক্ষার্থীদের সাথে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সড়ক পরিবহন আইন-২০১৮ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্টে (রামপুরা, সবুজবাগ, মতিঝিল, ডেমরা ও ওয়ারী জোনের বিভিন্ন এলাকা) “সড়ক পরিবহন আইন-২০১৮” বাস্তবায়নের জন্য সচেতনতামুলক কার্যক্রম অব্যহত আছে। যাতে নেতৃত্ব দেন বিভিন্ন ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনারগণ এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ।
পরিবহণ মালিক, চালক, যাত্রী, শ্রমিক, পথচারী, মোটর সাইকেল আরোহী ও ছাত্র-ছাত্রীদের মাঝে সড়ক পরিবহন আইন-২০১৮ সর্ম্পকে সচেতনতামূলক উপদেশ প্রদান, লিফলেট বিতরণ করা হয়। একই সাথে প্রত্যেকটি জোনের গুরুত্বপূর্ণ ইন্টারসেকশন সমূহে মাইকিং এর মাধ্যমে জনগণকে সড়ক পরিবহন আইন-২০১৮ সর্ম্পকে অবগত করা হয়।