ডিএমপি নিউজ: “ট্রাফিক আইন মেনে চলি, যানজটমুক্ত ঢাকা গড়ি”। নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যেই ১লা নভেম্বর থেকে কার্যকর হয়েছে “সড়ক পরিবহন আইন-২০১৮”। যা বাস্তবায়নে ডিএমপি, ঢাকায় চলছে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি।
এরই ধারাবাহিকতায় আজ ( ১৯ নভেম্বর, ২০১৯) রাজধানী ঢাকার রামপুরা আইডিয়াল স্কুল এন্ড কলেজের ছাত্রদের মাঝে সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়। উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন জনাব মোঃ তারেক আহমেদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক মতিঝিল), ট্রাফিক পূর্ব বিভাগ, ডিএমপি, ঢাকা।
এছাড়াও উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (রামপুরা ট্রাফিক জোন), সহাকারী পুলিশ কমিশনার (খিলগাঁও ক্রাইম জোন), পুলিশ পরিদর্শক অ্যাডমিন (রামপুরা ট্রাফিক জোন) ও অফিসার ইনচার্জ (রামপুরা থানা)
তারা ছাত্রদের উদ্দেশ্যে “সড়ক পরিবহন আইন-২০১৮” সম্পর্কে বিশেষ দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।