বুধবার পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে মঙ্গলবার হংকং-এর বিরুদ্ধে ভালোই মহড়া হল রোহিতদের৷ হংকং-এর বিরু্দ্ধে কষ্টার্জিত জয় পেল ভারত ৷ হংকংকে ২৬ রানে হারায় রোহিতরা৷
রেকর্ড ওপেনিং পার্টনারশিপ ও নিজাকত ও অংশুমানের দুরন্ত ব্যাটিং অ্যাসিড টেস্ট নিলে ভারতীয় বোলিংয়ের ৷ ওপেনিং জুটিতে ১৭৪ রান তুলে ওয়ান ডে ক্রিকেটে ইতিহাস গড়ল হংকং ৷ এখনও পর্যন্ত ২৫টি ওয়ান ডে ম্যাচ খেলেছে তারা ৷ কিন্তু এটাই সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ হংকং-এর৷ সেঞ্চুরি থেকে মাত্র ৮ রান দূরে থামেন নিজাকত ৷
এর আগে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান হংকং অধিনায়ক অংশুমান রথ ৷ ভারতীয় ব্যাটিংকে সামনে থেকে নেতৃত্ব দেন ধাওয়ান ৷ বিধ্বংসী শিখরকে দেখা না-গেলেও ১০৫ বলে এদিন সেঞ্চুরিতে পৌঁছন ধাওয়ান ৷ শেষ পর্যন্ত ১২০ বলে ১২৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন ধাওয়ান৷ তাঁর ইনিংস সাজানো ১৫টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারিতে৷
শিখর ছাড়াও রান পেয়েছেন রায়ডু ৷ দ্বিতীয় উইকেটে ধাওয়ানের সঙ্গে ১১৬ রানের পার্টনারশিপ গড়েছেন তিনি ৷ তবে ব্যক্তিগত ৬০ রানে থেমে যায় রায়ডুর ইনিংস৷ ৭০ বলের ইনিংসে ২টি ছয় ও ৩টি বাউন্ডারি মারেন তিনি ৷ এছাড়া ৩৩ রানের ইনিংস খেলেন দীনেশ কার্তিক ৷ তার পর ২৭ বলে ২৮ রানে অপরাজিত থাকেন চোট সারিয়ে ভারতীয় দলে ফেরা কেদার যাদব ৷ সাত উইকেটে ২৮৫ রানে শেষ হয় ভারতের ইনিংস৷ ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে হংকং করে ২৫৮ রান ৷ ২৬ রানে জয় পায় ভারত ৷