হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় আরেক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় বুধবার রাতে ওই বাংলাদেশির মৃত্যু হয়।
হজযাত্রী ওই ব্যক্তির নাম আবদুর রাজ্জাক (৭৫)। তাঁর বাড়ি রাজবাড়ী জেলা সদরে। তাঁর পাসপোর্ট নম্বর- বিএন ০৬০৭০২৬।
মক্কা হজ অফিসের কাউন্সিলর জহিরুল ইসলাম জানান, বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় আবদুর রাজ্জাকের।
সৌদিতে এ বছর হজ করতে গিয়ে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে।
গত মঙ্গলবার দিবাগত রাত ২টায় মক্কায় হৃদরোগে আক্রান্ত হয়ে বরিশালের মুলাদী থানার ফরিদ উদ্দীন (৬১) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। এর আগে খোন্দকার এ আর এম ইউসুফ নামের আরেক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়।
মক্কা হজ কাউন্সিলের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত ৩৭ হাজার ১৩৮ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।