ডিএমপি নিউজ : জনাব হাসিবুর রহমান। বয়স বত্রিশ। জীবন ও জীবিকার তাগিদে বরিশাল থেকে ঢাকায় এসেছে প্রায় এক বছর হলো। মোটরসাইকেলে রাইড শেয়ারিং করেন। প্রতিদিনের মতো আজ বুধবারও যাত্রী নিয়ে আসেন রাজউক ক্রসিংয়ে। সেখানে যাত্রী নামিয়ে তিনি হঠাৎ মাথা ঘুরে রাস্তায় পড়ে যান। পাশেই দায়িত্ব পালন করছিলেন ডিএমপির ট্রাফিক-মতিঝিল বিভাগের পুলিশ সদস্য মোহাম্মদ মাহবুব রশিদ।
মাহবুব এক মুহূর্ত দেরি না করে ছুটে যান হাসিবুরের কাছে। দেখেন তার বাম পা ও বাম হাত অর্থাৎ শরীরের বাম পাশ অবশ হয়ে গেছে। কোন ভাবেই তিনি দাঁড়াতে পারছিলেন না। মাহবুব তৎক্ষণাৎ অন্য পথযাত্রীর সহায়তায় নিয়ে তাকে আসেন ট্রাফিক পুলিশ বক্সে। সেখানে তার মাথায় পানি দেন এবং একজন নার্স ডেকে প্রাথমিক চিকিৎসা দেন। কিন্তু তার অবস্থার উন্নতি না হওয়ায় পুলিশ সদস্য মাহবুব একটি অ্যাম্বুলেন্স ডাকেন ও তার আত্মীয়-স্বজনকে খবর দেন। অ্যাম্বুলেন্সটি আসা মাত্রই তাকে অ্যাম্বুলেন্সযোগে আগারগাঁওয়ে নিউরো সাইন্স হাসপাতালে পাঠিয়ে দেন।
হাসিবুরের ছোট ভাই রিফাত ট্রাফিক পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই প্রতিবেদককে জানিয়েছেন, তার ভাই এখন অনেকটা সুস্থ ও তাকে হাসপাতাল থেকে বাড়িতে নেওয়া হয়েছে।
ট্রাফিক-মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ শইমী ইমতিয়াজ ডিএমপি নিউজকে জানান, মহানগরীতে সুষ্ঠু যানবাহন চলাচল নিশ্চিত করার পাশাপাশি সব সময় সম্মানিত মহানগরবাসীর প্রতি এ ধরনের মানবিক দায়িত্ব পালন করছেন ডিএমপির ট্রাফিক পুলিশ সদস্য।