ডিএমপি নিউজঃ রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা হতে হরিনের চামড়াসহ ৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপি ডিবি’র সিরিয়াস ক্রাইম ইনভেষ্টিগেশন বিভাগের একটি দল।
ডিবি সূত্রে জানা যায়, ১৮ জুলাই’১৭ বেলা দেড়টার দিকে অর্গানাইজড ক্রাইম প্রিভেনশন টিম যাত্রাবাড়ী থানার ৭৭/বি ব্রাহ্মনচিরন বাসার ৬ষ্ঠ তলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো-মোঃ আবু সালেহ (৪০), মোঃ ফারুক শেখ (৩৫) ও মোঃ কামাল (৪৫)। গ্রেফতারের পর তাদের হেফাজত থেকে ৫ টি হরিনের চামড়া উদ্ধার করা হয়।
ডিবি সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে আবু সালেহ এর বাড়ি বরিশালের বাকেরগঞ্জ থানার কলসকাঠি গ্রামে, বর্তমানে তার বাসা যাত্রাবাড়ী থানা এলাকায়, ফারুকের বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারী থানার দহরনগর গ্রামে এবং কামালের বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ থানার বাররা গ্রামে, বর্তমানে তার বাসা গেন্ডারিয়া থানা এলাকায়।