সিনেমাটির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করবেন স্টান্ট সমন্বয়ক স্যাম হারগ্রেইভ। রুশো ভ্রাতৃদ্বয় থাকবেন প্রযোজকের ভূমিকায়। এর আগে ‘ক্যাপ্টেন আমেরিকা’ সিনেমায় ক্রিস ইভান্সের স্টান্ট হিসেবে কাজ করেছেন স্যাম হারগ্রেইভ।
জো ও অ্যান্থনি রুশো এর আগে ‘অ্যাভেঞ্জার: ইনফিনিটি ওয়ার’ এবং ‘ক্যাপ্টেন আমেরিকা’ সিনেমায় ক্রিস হেমসওর্থ ও হারগ্রেইভের সঙ্গে কাজ করেছেন।
রুশো ভ্রাতৃদ্বয়ের লেখা গল্পে থাকছে, ঢাকা শহরে অপহরণ হওয়া ভারতের এক ব্যবসায়ীর ছেলেকে উদ্ধারে সহযোগিতা করবে রেইক (হেমসওর্থ) চরিত্রটি। তাকে ছেলেটিকে উদ্ধারে ভাড়াটে হিসেবে নিয়ে আসা হয়েছে।
তবে থ্রিলারটির শুটিং হচ্ছে না বাংলাদেশে। হলিউড রিপোর্টার জানিয়েছে, চলতি বছরের নভেম্বর থেকে আসছে মার্চ পর্যন্ত ভারত ও ইন্দোনেশিয়ার বিভিন্ন জায়গার সিনেমাটির শুটিং চলবে। ভোরের কাগজ।