ডিএমপি নিউজ: ৫ ফেব্রুয়ারি’১৮ হাইওয়ে পুলিশের বিভিন্ন থানা বা ফাঁড়ি মহাসড়কের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ২৫,৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৭ কেজি গাঁজা, ৫৯ লিটার চোলাই মদ, ৫২১ বোতল ফেন্সিডিল, ০.০৫ গ্রাম হেরোইন, ৩,১৫০ পিস নেশাজাতীয় ইনজেকশন, ২টি পিকআপ, ১টি মোটর সাইকেল উদ্ধারসহ ২২ জন আসামীকে গ্রেফতার করেছে।
কুমিল্লা রিজিয়নের হাইওয়ে পুলিশ মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ২৫,৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১২ লিটার চোলাই মদ, ৪০ বোতল ফেন্সিডিল, ২টি পিকআপ, ১টি মোটর সাইকেল উদ্ধার করে এবং এসব অপরাধের সাথে জড়িত ১১ জন আসামীকে গ্রেফতার করে।
গাজীপুর রিজিয়নের হাইওয়ে পুলিশ ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১০ লিটার চোলাই মদ, ১৫ বোতল ফেন্সিডিল, ০.০৫ গ্রাম হেরোইন উদ্ধারসহ ৫ জন আসামীকে গ্রেফতার করে।
বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশ মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১২৭ বোতল ফেন্সিডিল, ৩৭ লিটার চোলাই মদ, ৩,১৫০ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করে এবং ৩ জন আসামীকে গ্রেফতার করে।
মাদারীপুর রিজিয়নের হাইওয়ে পুলিশ মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৩৩৯ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ৩ জন আসামীকে গ্রেফতার করে।
উল্লেখিত অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য, যানবাহন ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।