ডিএমপি নিউজ: হাইওয়ে পুলিশের বিভিন্ন থানা/ফাঁড়ি ১৯ মার্চ’১৮ থেকে ২১ মার্চ’১৮ পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ১,০৬,৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ০২ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ৫৪ বোতল ফেন্সিডিল, ২৪০ পিস নেশাজাতীয় ইনজেকশন, ২টি পিকআপ, ১টি ইজিবাইক, ১টি মাইক্রোবাস উদ্ধার করে এবং এসকল অপরাধের সাথে জড়িত ১৭ জন আসামীকে গ্রেফতার করে।
কুমিল্লা রিজিয়নের হাইওয়ে পুলিশ ১,০৬,২৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি গাঁজা, ২টি পিকআপ, ১টি ইজিবাইক, ১টি মাইক্রোবাস উদ্ধার করে এবং ১১ জন আসামীকে গ্রেফতার করে।
গাজীপুর রিজিয়নের হাইওয়ে পুলিশ ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ৩ জন আসামীকে গ্রেফতার করে।
মাদারীপুর রিজিয়নের হাইওয়ে পুলিশ ৫৪ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ৩ জন আসামীকে গ্রেফতার করে।
এছাড়াও বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশ ২৪০ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করে।
উল্লেখিত অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য, যানবাহন ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।