ডিএমপি নিউজ: সকল ধরণের যানবাহনে হাইড্রোলিক হর্ণের ব্যবহার আইনত নিষিদ্ধ। তবুও কিছু কিছু গাড়িতে মনসংযোগ নষ্ট করা বিকট আওয়াজ করা এই যন্ত্রটি ব্যবহার করে থাকে। হাইড্রোলিক হর্ণ স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। শ্রবন শক্তি হারানো, বধির হওয়া, ঘুমে ব্যাঘাত ঘটা, হাইপার টেনশন হওয়া, পড়াশুনায় ব্যাঘাত ঘটা, বয়স্কদের জন্য অধিকতর বিরক্তির উদ্রেক করা, কোমলমতি শিশুদের জন্য তীব্র যন্ত্রণা, হাসপাতালের সম্মুখ রোগীদের জটিলতা বৃদ্ধি সহ গর্ভবর্তী নারীরা এ বিকট শব্দের স্পর্শে আসলে বিকলাঙ্গ শিশুরও জম্ম দেয়ার সম্ভাবনা থাকে। মনোযোগ বিকর্ষণ, কর্ণগহ্বরে দাহ্য, মানসিক ভারসাম্য হারানোসহ হার্ট অ্যাটাক এমনকি স্ট্রোক পর্যন্ত ঘটায় এ সর্বনাশা ‘হাইড্রোলিক হর্ণ’।
মানবদেহের জন্য ক্ষতিকর এই যন্ত্রটির বিরুদ্ধে অভিযানে নেমেছে ডিএমপির ট্রাফিক-মতিঝিল বিভাগ। অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৭ জুন ২০২৪ খ্রি.) ট্রাফিক-মতিঝিল বিভাগের তিন জোনে একযোগে হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী গাড়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
ট্রাফিক মতিঝিল বিভাগ সম্মানিত নগরবাসীকে স্বস্তি প্রদানে বদ্ধ পরিকর।