হাইতিতে একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। বুধবার (২০ এপ্রিল) দেশটির রাজধানী পোর্ট-অব-প্রিন্সের একটি ব্যস্ত রাস্তায় বিমানটি আঁছড়ে পড়লে প্রাণহানির এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বিমানটির পাইলটও রয়েছেন।
হাইতির সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে, বিমানটি হাইতির শহর জ্যাকমেলের উদ্দেশে্য স্থানীয় সময় বুধবার বিকেল ৩টা ৪৪ মিনিটে রাজধানী পোর্ট-অব-প্রিন্সের বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। পরে মাঝআকাশে বিমানটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয় এবং বিকেল ৪টার ৪ মিনিটে এটি বিপদ সতর্কতা পাঠালেও একপর্যায়ে বিধ্বস্ত হয়।
হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তথ্যসূত্রঃঅনলাইন