বিশ্বের অন্যতম জনবহুল এ মেগা সিটি ঢাকায় প্রতিনিয়ত মানুষের সাথে তালমিলিয়ে বাড়ছে গাড়ির সংখ্যাও। আর অনেকেই রাজধানীর ট্রাফিক আইন সম্পর্কে সচেতনও নন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাস্তা পারাপারে ফুটওভার ব্রীজ দিয়ে চলাচল, আন্ডারপাস ব্যবহার, যানবাহনের স্বাভাবিক গতি সচল রাখাসহ ট্রাফিক শৃংখলায় প্রতিনিয়ত সম্মানিত নাগরিকবৃন্দকে উদ্বুদ্ধ করতে বিভিন্ন ধরণের কার্যক্রম পরিচালনা করছে।
আরো উত্তম ও নিরাপদ ঢাকা বিনির্মাণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আজ ১৬ জুন, ২০১৯ রাজধানীর হাউজ বিল্ডিং এলাকায় বেলা ১২টা থেকে ১৫টা পর্যন্ত ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে।
উক্ত মোবাইল কোর্ট ১১টি বাস, ১টি কাভার্ড ভ্যান, ২টি ট্রাক ও ১টি মোটর সাইকেলের ১৫ জন চালককে বিভিন্ন অপরাধের জন্য ১৫টি মামলায় ১৩ হাজার টাকা জরিমানা করে।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনাকালে ট্রাফিক উত্তর বিভাগের পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।