যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে হাওয়াইয়ে বিধ্বস্ত একটি হেলিকপ্টারের ছয় আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। হেলিকপ্টারটিতে পাইলটসহ সাতজন আরোহী ছিলেন।
হাওয়াই অঙ্গরাজ্যের কওয়াই দ্বীপের একটি পাহাড়ের শীর্ষে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। খাড়া চড়াই, আলোকস্বল্পতা ও বৃষ্টির কারণে শুক্রবার রাতে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। এসময় ছয়টি মৃতদেহ উদ্ধার করা হয়। আবহাওয়া ভালো থাকলে শনিবার দিনের আলোতে বাকি একজনের মৃতদেহ উদ্ধারে ফের অভিযান শুরু হওয়ার কথা।
এর আগে, পর্যটকবাহী হেলিকপ্টারটি খুঁজে পেতে অভিযানে কোস্টগার্ড। সর্বশেষ এটি কাউয়ের ওপর দিয়ে ভ্রমণ করছিলো। এ তথ্য মতে স্থান নির্ণয়ের জন্য হেলিকপ্টারটিতে একটি বৈদ্যুতিক লোকেটার থাকা সত্ত্বেও তা এখন খুঁজে পাওয়া যায় না। পরে উদ্ধার অভিযানে একটি এমএইচ-৬৫ ডলফিন হেলিকপ্টার এবং কোস্ট গার্ডের একটি নৌযান মোতায়েন করা হয়।