ডিএমপি নিউজঃ রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম-মোঃ সুমন ওরফে ভেড়া সুমন (২৩) ।
এ সময় তার নিকট হতে ১টি লোহার ছুরি ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় ।
হাজারীবাগ থানা সূত্রে জানা যায়-৬ মার্চ ২০১৯ রাত্র ০০.৪৫ টায় ফোন কলের মা্ধ্যমে থানা পুলিশ জানতে পারে বাড়ৈখালী সাকিনের মেন্ডি ডেন্টাল কলেজ রোডস্থ ফাঁকা মাঠের পাশে কিছু দুষ্কৃতিকারীরা এক পথচারীকে ধাওয়া করেছে । এর প্রেক্ষিতে টহলরত থানা পুলিশ ঘটনাস্থলে পৌছিলে দৃষ্কৃতিকারীরা পালানোর চেষ্টা করে । পালানোর সময় পুলিশের হাতে নাতে ধৃত হয় সুমন নামে দৃষ্কৃতিকারী ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়-সুমন একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং চিহ্নিত অপরাধী । তার বিরুদ্ধে হাজারীবাগ থানায় ৮ টি মামলাসহ অন্যান্য থানায় মামলা রয়েছে ।
এই সংক্রান্তে হাজারীবাগ থানায় মামলা রুজু করা হয়েছে ।